নতুন পোষ্টের বিজ্ঞপ্তি পেতে চাইলে সাবস্ক্রাইব করুন!

সালাতুত তাসবিহ নামাজের নিয়ম, মহিলাদের সালাতুল তাসবিহ নামাজের নিয়ত

সালাতুত তাসবিহ নামাজের নিয়ম

সালাতুত তাসবিহ নামাজের নিয়ম অনেকের জানা নাই। অনেকেই জানেন না কখন ও কিভাবে এই নামাজ পড়তে হয়। তাই আজকে আমরা আলোচনা করবো সালাতুল তাসবিহ নামাজের নিয়ম, মহিলাদের সালাতুল তাসবিহ নামাজের নিয়ত, কিভাবে সালাতুত সাতবিহ নামাজ পড়তে হয়, সালাতুল তাসবিহ নামাজের সময়, সালাতুত তাসবিহ নামাজের ফজিলত, সালাতুল তাসবিহ নামাজের দোয়া, সালাতুত তাসবিহ নামাজ সুন্নত না নফল, এসব বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে। এই সালাতুত তাসবিহ নামাজ অনেক ফজিলতপূর্ণ নামাজ। তাই নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ প্রতিদিন একবার, নয়তো সপ্তাহে একবাব, নাহয় মাসে একবার, এমনকি জীবনে একবার হলেও পড়তে বলেছেন।

সালাতুত তাসবিহ নামাজের ফজিলত

এক সাহাবী বলেন, হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, তুমি আগামীকাল সকালে এসো আমি তোমাকে একটি বখশিশ দিব, একটি জিনিস দিব, একটি বস্তু দান করব। সাহাবী রাদিয়াল্লাহু আনহু বলেন, এই কথার দ্বারা আমি মনে করলাম, হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কোন পার্থিব সম্পদ দান করবেন। আমি পরদিন এসে হাজির হলে হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন, দুপুরে যখন সূর্য হেলিয়া যায় তখন চার রাকাত সালাতুত তাসবিহ নামাজ পড়িও।  আর এটাও বললেন যে, তুমি যদি সারা দুনিয়ার মানুষের চাইতে বেশী গোনাহগার হও তবু তোমার গোনাহ মাফ হয়ে যাবে। আমি আরজ করলাম, যদি ঐ সময়ে পড়তে না পারি? হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, দিনে অথবা রাতে যে কোন সময় পার পড়ে লইও। (আবু দাউদ)

হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাকে হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তোমাকে একটি বখশিশ দিব, একটি উপহার দিব, একটি জিনিস দান করব? হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি মনে করলাম, দুনিয়ার এমন কোন জিনিস তিনি আমাকে দেওয়ার ইচ্ছা করছেন যা আর কাউকে দেন নাই। (এই কারণে এই ধরনের শব্দগুলো বখশিশ, উপহার ইত্যাদি বারবার বলতেছেন) অতঃপর তিনি আমাকে চার রাকাত সালাতুত তাসবিহ নামাজ শিখালেন। এতে এই কথাও বলছেন যে, যখন আত্তাহিয়্যাতু’র জন্য বস তখন প্রথমে এই তসবীহগুলি পড়ে নিবে পরে আত্তাহিয়্যাতু পড়বে। (শরহে এহয়া : দারা কুতনী, আবু নুআইম)

হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাচাত ভাই হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু কে হাবশায় পাঠিয়েছিলেন। হাবশা হতে মদীনায় ফিরে আসার পর হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সাথে কোলাকুলি করলেন এবং কপালে চুম্বন করলেন। অতঃপর এরশাদ ফরমালেন, আমি তোমাকে একটা জিনিস দিব, একটা সুসংবাদ শুনাব, একটা বখশিশ দিব, একটা উপহার দিব? হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু বললেন, অবশ্যই দিন। হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমালেন, চার রাকাত নামাজ পড়। অতঃপর উক্ত হাদিসটি বর্ণনা করলেন। এই হাদিসে উক্ত চার কালেমার সাথে ‘লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আজীম'ও পড়ার কথা এসেছে। (হাকেম)

আব্বাস রাদিয়াল্লাহু আনহু কে হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আব্বাস! হে আমার চাচা! আমি কি আপনাকে একটা দান, একটা বখশিশ দিব? একটা জিনিস বলে দিব? আপনাকে দশটি জিনিসের মালিক বানাব? যখন আপনি এই কাজটা করবেন, তখন আল্লাহ তায়ালা আপনার অতীত ও ভবিষ্যতের গোনাহ, নতুন ও পুরাতন গোনাহ, ইচ্ছাকৃত ও অনিচ্ছাকৃত গোনাহ, সগীরা ও কবীরা গোনাহ, প্রকাশ্য ও অপ্রকাশ্য গোনাহ সব মাফ করে দিবেন। সে কাজটি হল এই যে, চার রাকাত নফল নামাজ (সালাতুত তসবীহের নিয়ত বাঁধিয়া) পড়ুন। যদি সম্ভব হয় তবে প্রতিদিন একবার এই নামাজ পড়ে নিবেন। যদি না হয় তবে জুমার দিনে একবার পড়বেন। তাও যদি না হয় তবে মাসে একবার পড়বেন। তাও যদি না হয় তবে প্রতি বছর একবার পড়বেন। তাও যদি না হয় তবে সারা জীবনে একবার হলেও এই নামাজ অবশ্যই পড়বেন। (মিশকাত: আবু দাউদ, তিরমিযী)

সালাতুত তাসবিহ নামাজের নিয়ম

সালাতুল তাসবিহ নামাজ দুই নিয়মে পড়া যায়। দুইটি নিয়মই হাদিসে এসেছে। তাই দুইটি নিয়মই আমরা আপনাদের মাঝে তুলে ধরব।

সালাতুত তাসবিহ নামাজের প্রথম নিয়ম:

১) প্রথমে ওজু করে পাক-পবিত্র হয়ে, পবিত্র স্থানে দাড়িয়ে কেবলামুখী হয়ে (মুখে উচ্চারণ করে বলবেন বা মনে মনে এই নিয়ত করবেন যে, আমি কেবলামুখী হয়ে চার রাকাত সালাতুত তাসবিহ এর নফল নামাজ আদায় করতেছি)

২) তারপর উভয় হাত কানের লতি বরাবর (মেয়েরা কাঁধ বরাবর হাত উঠাবেন) উঠিয়ে আল্লাহু আকবার বলে নাভির নিচে (মেয়েরা বুকের উপর) হাত বাধবেন এবং বাম হাতের উপর ডান হাত রাখবেন।

৩)  এবার ছানা পড়তে হবে (সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা-ইলাহা গাইরুক। 

৪) তারপর আউজুবিল্লাহি মিনাশ শাইতনির রাজিম ও বিসমিল্লাহির রাহমানির রাহীম পড়ে সূরা ফাতিহা পড়তে হবে।

৫)  সূরা ফাতিহা শেষ করার পর যেকোন একটি সূরা পাঠ করতে হবে এবং তার সাথে যেকোন একটি সূরা পড়তে হবে (চার রাকাতেই সূরা ফাতিহা পড়ার পর অন্য একটি সূরা পড়তে হবে)।

৬) সূরা মিলানোর পর রুকূতে যাওয়ার আগে ১৫ বার (سُبْحَانَ اللهِ وَالْحَمْدُ لِلهِ وَلَا اِلهَ اِلَّا اللهُ اللهُ اَكْبَرُ) ‘সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার' পড়তে হবে। 

৭) অতঃপর রুকুতে যাওয়ার পর রুকুর তাসবিহ পড়তে হবে এবং ১০ বার ‘সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার' পড়তে হবে। 

৮)  রুকু হতে উঠার সময় পড়বেন “সামি আল্লাহু লিমান হামিদাহ্” এবং সুজা হয়ে দাড়িয়ে পড়বেন “রব্বানা লাকাল হামদ”। রুকূ হতে দাঁড়ানো অবস্থায় (হাত ছাড়া থাকবে) ১০ বার উক্ত তাসবিহটি পড়তে হবে। 

৯) তারপর আল্লাহু আকবার বলে সিজদায় যেতে হবে। সিজদায় যাওয়ার পর সিজদার তাসবিহ পড়তে হবে এবং ১০ বার তাসবিহটি পড়তে হবে।

১০) দুই সিজদার মাঝে বসে ১০ বার পড়তে হবে।

১১) আবার সিজদায় যাওয়ার পর সিজদার তাসবিহ পড়তে হবে এবং ১০ বার তাসবিহটি পড়তে হবে।

১২) দ্বিতীয় সিজদা হতে মাথা উঠিয়ে বসতে হবে (দ্বিতীয় রাকাতের জন্য দাড়ানোর পূর্বে) তাসবিহটি ১০ বার পড়তে হবে। 

এভাবে প্রতি রাকাতে মোট ৭৫ বার হবে। এনমভাবে প্রতি রাকাতে ৭৫ বার করে পড়তে হয়। চার রাকাতে সর্বমোট ৩০০ বার হবে।

বি:দ্র: দ্বিতীয় রাকাত পরে যখন বসবেন তখন আত্তাহিয়্যাতু পড়ার আগে তাসবিহটি  ১০ বার পড়তে হবে, তারপর আত্তাহিয়্যাতু পড়বেন এবং তৃতীয় রাকাতের জন্য দাড়াবেন। এমনিভাবে চতুর্থ রাকাত পরে যখন বসবেন তখন তাসবিহটি ১০ বার পড়ে তারপর আত্তাহিয়্যাতু, দুরুদ এবং দোয়া মাছুরা পড়ে সালাম ফিরাবেন। উপরের এই পদ্ধতি মিশকাতঃ আবু দাউদ, তিরমিযী শরীফে বর্ণনা করা হয়েছে।

এক নজরে ১ম পদ্ধতিতে সালাতুত তাসবিহ নামাজ

সূরা ফাতিহা ও যেকোন একটি সূরা পড়ার পর ১৫ বার, রুকুতে যাওয়ার পর ১০ বার, রুকু হতে উঠে ১০ বার, সিজদায় যেয়ে ১০ বার, সিজদা হতে বসে ১০ বার, দ্বিতীয় সিজদায় যেয়ে ১০ বার, দ্বিতীয় সিজদা হতে বসে ১০ বার, সর্বমোট ৭৫ হবে। 

সালাতুত তাসবিহ নামাজের দ্বিতীয় নিয়ম

হযরত আবদুল্লাহ ইবনে মোবারক (রহঃ) ও অন্যান্য বহু ওলামায়ে কেরাম হইতে এই নামাজের ফজিলত নকল করা হয়েছে এবং তাহাদের পক্ষ হতে এই তরীকা বর্ণিত হয়েছে যে, 

১) নিয়ত বেধে ছানা পড়ার পর ১৫ বার ‘সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার' পড়তে হবে। তারপর আউজুবিল্লাহি মিনাশ শাইতনির রাজিম ও বিসমিল্লাহির রাহমানির রাহীম পড়ে সূরা ফাতিহা পড়তে হবে এবং অন্য যেকোন একটি সূরা মিলানোর পর রুকূতে যাওয়ার পূর্বে ১০ বার তাসবিহটি পড়তে হবে (দাড়ানো অবস্থাতেই ২৫ বার হয়ে যাবে)।

২) অতঃপর রুকুতে যেতে হবে এবং রুকুর তাসবিহ পড়তে হবে। তারপর ১০ বার তাসবিহটি পড়তে হবে। 

৩) রুকূ হতে উঠে দাড়ানো অবস্থাতে ১০ বার পড়তে হবে।

৪) সিজদায় যেয়ে সিজদার তাসবিহ পড়তে হবে এবং ১০ বার উক্ত তাসবিহ পড়তে হবে।

৫) দুই সিজদার মাঝে বসে ১০ বার পড়তে হবে।

৬) আবার সিজদায় যাওয়ার পর সিজদার তাসবিহ পড়তে হবে এবং ১০ বার তাসবিহটি পড়তে হবে। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতের জন্য দাড়িয়ে যাবেন। এভাবে মোট ৭৫ বার হয়ে যাবে।

উক্ত নিয়মটি তিরমিযী শরীফে বর্ণনা করা হয়েছে।

এক নজরে ২য় পদ্ধতিতে সালাতুত তাসবিহ নামাজ

ছানা পড়ার পর ১৫ বার, আজুবিল্লাহ, বিসমিল্লাহ, সূরা ফাতিহা ও যেকোন একটি সূরা পড়ার পর ১০ বার, রুকুতে যাওয়ার পর ১০ বার, রুকু হতে উঠে ১০ বার, সিজদায় যেয়ে ১০ বার, সিজদা হতে বসে ১০ বার, দ্বিতীয় সিজদায় যেয়ে ১০ বার।  সর্বমোট ৭৫ হবে।

বি:দ্র: এই নিয়মে দ্বিতীয় সিজদার পরে বসে দশবার তাসবিহটি পড়তে হয় না (যেহেতু দাড়িয়ে ২৫ বার পড়া হয়ে যাচ্ছে) প্রথম নিয়মের সাথে এটুকু শুধু পার্থক্য।

সালাতুত তাসবি নামাজের কিছু জরুরী  মাসআলা

মাসআলা- ১: এই তসবীহগুলোকে মুখে কখনও গণনা করবেন না, কেননা তাতে নামাজ ভঙ্গ হয়ে যাবে। আঙ্গুল বন্ধ করে গণনা করা এবং হাতে তসবীহ নিয়ে গণনা করা যদিও জায়েয, তবে মকরূহ। উত্তম হল, অঙ্গুলগুলো যেভাবে নিজ নিজ স্থানে থাকে সেভাবেই রেখে এক এক তসবীহ পড়ে এক এক অঙ্গুল ঐ স্থানেই একটু চাপাতে থাকা। ফলে তাসবিহটি বেশি কম হওয়ার সম্ভাবনা থাকবে না।


মাসআলা- ২: যদি কোন জায়গায় তসবীহ পড়া ভুলে যাওয়া হয়, তবে তা পরবর্তী রোকনের মধ্যে আদায় করে নিতে হবে। তবে ভুলে যাওয়া তাসবীহের কাজা রুকু হতে উঠে বা দুই সিজদার মাঝখানে আদায় করবেন না। এমনভাবে প্রথম ও তৃতীয় রাকাতের পর বসলে ঐ সময় ছুটে যাওয়া তসবীহ আদায় করবেন না। বরং শুধু তারই তসবীহ পড়বেন। ছুটে যাওয়া তসবীহ তাদের পরবর্তী রোকনে পড়বেন। যেমন রুকূতে পড়া ভুলে গেলে প্রথম সিজদায় আদায় করতে হবে। এমনভাবে প্রথম সিজদায় ভুলে যাওয়া তাসবীহ দ্বিতীয় সিজদায় আদায় করতে হবে। আর দ্বিতীয় সিজদায় ভুলে গেলে পরবর্তী রাকাতের জন্য দাড়িয়ে পড়তে হবে। তারপরও যদি থেকে যায় তবে শেষ বৈঠকে আত্তাহিয়্যাতুর আগে পড়ে নিতে হবে।


মাসআলা- ৩: যদি কোন কারণে সু-সিজদা করতে হয়, তাহলে উক্ত সু-সিজদাতে এই তাসবিহগুলো পড়া যাবে না, কারণ চার রাকাতে তিনশতবার পড়া হয়ে গেছে। তবে যদি কোন কারণে এই সংখ্যা পূর্ণ না হয়ে থাকে তাহলে সু-সিজদার মধ্যে পড়া যাবে।

সালাতুত তাসবিহ নামাজ নিয়ে কিছু প্রশ্ন এবং উত্তর

প্রশ্ন: সালাতুত তাসবিহ নামাজ সুন্নত না নফল?

উত্তর: সালাতুত তাসবিহ একটি নফল নামাজ।


প্রশ্ন: সালাতুল তাসবিহ নামাজের সময় কখন শুরু হয়?

উত্তর: সালাতুল তাসবিহ নামাজ যেকোন সময় পড়া যায় শুধু নামাজের নিষিদ্ধ সময় ছাড়া।


প্রশ্ন: সালাতুল তাসবিহ কি বিদআত?

উত্তর: এই নামাজের ফাজায়েল অনেক সহি হাদিসে বর্ণনা করা হয়েছে। এই নামাজ বিদআত নয়।


প্রশ্ন: সালাতুত তাসবিহ নামাজের আরবিতে নিয়ত করতে হবে?

উত্তর: আরবিতে নিয়ত করতে হবে না। নিয়ত অর্থ এরাদা করা। সালাতুত তাসবিহ কেন কোন নামাজের নিয়ত আরবিতে করতে হয় না।


প্রশ্ন: সালাতুত তাসবিহ নামাজ কোন সূরা দিয়ে পড়তে হয়?

উত্তর: সালাতুত তাসবিহ নামাজের কোন নির্দিষ্ট সূরা নেই। আপনি যেকোন সূরা দিয়ে এই নামাজ পড়তে পারবেন।

আরও পড়ুন: এশার নামাজ কয় রাকাত, এশার নামাজের নিয়ম

About the Author

আমাদের এই ওয়েব সাইটে জানা ও অজানা, ভ্রমণ, রেসিপি, পুষ্টি, স্বাস্থ্য পরামর্শ, বিভিন্ন প্রাকারের হিসাব নিকাশ ও আবেদন, ভূমি জরিপ এবং দৈনন্দিনের জন্য প্রয়োজনীয় অনেক তথ্য দিয়ে থাকি। এই সকল তথ্যগুলো নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে কালেক্ট করা হয়।
কুকি সম্মতি
এই ওয়েবসাইটটি আপনাকে একটি ভালো ব্রাউজিং অভিজ্ঞতা দিতে কুকিজ ব্যবহার করে। আমাদের ওয়েবসাইট ব্যবহার করে, আপনি কি কুকিজ ব্যবহারে সম্মত আছেন?
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.