নতুন পোষ্টের বিজ্ঞপ্তি পেতে চাইলে সাবস্ক্রাইব করুন!

ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২। FIFA World Cup Football 2022 এবং কাতার বিশ্বকাপ সময়সূচী

ফিফা ফুটবল বিশ্বকাপ


চার বছর বিরতির পর আবারও ফুটবল বিশ্বকাপ উপভোগ করবে গোটা বিশ্ব। পৃথিবীর সবচেয়ে বড় শো- ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে। পেট্রোডলারের এই দেশটি ২০১০ সালে একটি নিলামের মাধ্যমে ২০২২ বিশ্বকাপের আয়োজনের মর্যাদা অর্জন করেছিল। এই প্রথম মধ্যপ্রাচ্যের কোনো দেশে বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফুটবলের এই মহা আয়োজনের জন্য প্রস্তুত রয়েছে ৮টি স্টেডিয়াম। কাতারে ফিফা ফুটবল বিশ্বকাপ শুরু হবে ২০ নভেম্বর থেকে এবং ফাইনাল খেলা হবে ১৮ ডিসেম্বর। যাকে বলা হয় বিশ্বের সবচেয়ে বড় আয়োজন।

সবকিছু ঠিক থাকলে আগামী ২০ নভেম্বর ফুটবল মহাযজ্ঞের ২২তম আসরের পর্দা উঠবে। কাতারে বিশ্বকাপ হওয়ার কারণে জুন-জুলাই মাসের পরিবর্তে নভেম্বর-ডিসেম্বর মাসকে বেছে নেয়া হয়েছে। কাতারের আবহাওয়া ও তাপমাত্রার কথা বিবেচনা করে কম তাপমাত্রার মৌসুম অর্থাৎ নভেম্বর মাসকে বাছাই করা হয়েছে। এই প্রথম কোন বিশ্বকাপ শীতকালে আয়োজিত হতে যাচ্ছে।

শিরোপা নির্ধারণী ম্যাচ ফাইনাল হবে ১৮ ডিসেম্বর দোহার লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায়। চারটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে প্রতিদিন। উদ্বোধনী ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়। যেখানে স্বাগতিক কাতারের মুখোমুখি হবে ইকুয়েডর।

চারটি দল নিয়ে একটি গ্রুপ করা হয়েছে, মোট ৩২টি দল ৮টি গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতি গ্রুপ থেকে ২টি করে দল উত্তীর্ণ হবে নক-আউট পর্বে, যেখানে হারলেই বাদ পরতে হবে। 

এক নজরে বিশ্বকাপের চূড়ান্ত আট গ্রুপ

A গ্রুপ: কাতার, ইকুয়েডর, সেনেগাল ও নেদারল্যান্ডস

B গ্রুপ: যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ওয়েলস ও ইরান

C গ্রুপ: আর্জেন্টিনা, সৌদি আরব, মেক্সিকো ও পোল্যান্ড

D গ্রুপ: ফ্রান্স, তিউনিসিয়া, অস্ট্রেলিয়া ও ডেনমার্ক

E গ্রুপ: জার্মানি, স্পেন, কোস্টারিকা ও জাপান

F গ্রুপ: ক্রোয়েশিয়া, বেলজিয়াম, কানাডা ও মরক্কো

G গ্রুপ:  ব্রাজিল, ক্যামেরুন, সুইজারল্যান্ড ও সার্বিয়া

H গ্রুপ: উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া, পর্তুগাল ও ঘানা

এক নজরে কাতার বিশ্বকাপ ফুটবল সময় সূচি

           ২০ নভেম্বর

* কাতার VS ইকুয়েডর, রাত ১০টায়


২১ নভেম্বর

* সেনেগাল VS নেদারল্যান্ড, রাত ১০টায়

* ইংল্যান্ড VS ইরান, সন্ধা ৭টায়


২২ নভেম্বর

* আর্জেন্টিনা VS সৌদি আরব, বিকাল ৪টা

* যুক্তরাষ্ট্র VS ওয়েলস, রাত ১টায়

* ডেনমার্ক VS তিউনেশিয়া, সন্ধ্যা ৭টায়

* পোল্যান্ড VS মেক্সিকো, রাত ১০টায়


২৩ নভেম্বর

* ফ্রান্স VS অস্ট্রেলিয়া, রাত ১টায় (২২ তারিখ দিবাগত রাতে)

* ক্রোয়েশিয়া VS মরক্কো, বিকাল ৪টায়

* জার্মানি VS জাপান, সন্ধ্যা ৭টায়

* স্পেন VS কোস্টারিকা, রাত ১০টায়


২৪ নভেম্বর

* বেলজিয়াম VS কানাডা, রাত ১টায় (২৩ তারিখ দিবাগত রাতে)

* সুইজারল্যান্ড VS ক্যামেরুন, বিকাল ৪টায়

* উরুগুয়ে VS দক্ষিণ কোরিয়া, সন্ধ্যা ৭টায়

* পুর্তুগাল VS ঘানা. রাত ১০টায়


২৫ নভেম্বর

* ব্রাজিল VS সার্বিয়া, রাত ১টায় (২৪ তারিখ দিবাগত রাতে)

* ওয়েলস VS ইরান, বিকাল ৪টায়

* কাতার VS সেনেগাল, সন্ধ্যা ৭টায়

* নেদারল্যান্ড VS ইকুয়েডর. রাত ১০টায়


২৬ নভেম্বর

* ইংল্যান্ড VS যুক্তরাষ্ট্র, রাত ১টায় (২৫ তারিখ দিবাগত রাতে)

* তিউনেশিয়া VS অস্ট্রেলিয়া, বিকাল ৪টায়

* পোল্যান্ড VS সৌদি আরব, সন্ধ্যা ৭টায়

* ফ্রান্স VS ডেনমার্ক, রাত ১০টায়


২৭ নভেম্বর

* আর্জেন্টিনা VS মেক্সিকো, রাত ১০টায় (২৬ তারিখ দিবাগত রাতে)

* জাপান VS কোষ্টারিকা, বিকাল ৪টায়

* বেলজিয়াম VS মরক্কো, সন্ধ্যা ৭টায়

* ক্রোয়েশিয়া VS কানাডা, রাত ১০টায়


২৮ নভেম্বর

* স্পেন VS জার্মানি, রাত ১টায় (২৭ তারিখ দিবাগত রাতে)

* ক্যামেরুন VS সার্বিয়া, বিকাল ৪টায়

* দক্ষিণ কোরিয়া VS ঘানা, সন্ধ্যা ৭টায়

* ব্রাজিল VS সুইজার‌ল্যান্ড, রাত ১০টায়


২৯ নভেম্বর

* পুর্তুগাল VS উরুগুয়ে, রাত ১টায় ( ২৮ তারিখ দিবাগতে রাতে)

* নেদারল্যান্ডস VS কাতার, রাত ৯টায়

* ইকুয়েডর VS সেনেগাল, রাত ৯টায়


৩০ নভেম্বর

* ইরান VS যুক্তরাষ্ট্র, রাত ১টায় (২৯ তারিখ দিবাগত রাতে)

* ওয়েলস VS ইংল্যান্ড, রাত ১টায় (২৯ তারিখ দিবাগত রাতে)

* তিউনেশিয়া VS ফ্রান্স, রাত ৯টায়

* অস্ট্রেলিয়া VS ডেনমার্ক, রাত ৯টায়


১ ডিসেম্বর

* সৌদি আরব VS মেক্সিকো, রাত ১টায় (৩০ তারিখ দিবাগত রাতে)

আর্জেন্টিনা পোল্যান্ড  , রাত ১টায়, (৩০ তারিখ দিবাগত রাতে)

* কানাডা VS মরক্কো, রাত ৯টায়


২ ডিসেম্বর

* জাপান VS স্পেন, রাত ১টায় (০১ ডিসেম্বর দিবাগত রাতে)

* কোস্টারিকা VS জার্মানি, রাত ১টায় (০১ ডিসেম্বর দিবাগত রাতে)

* দক্ষিণ কোরিয়া VS পুর্তুগাল, রাত ৯টায়

* ঘানা VS উরুগুয়ে, রাত ৯টায়


৩ ডিসেম্বর

* সার্বিয়া VS সুইজারল্যান্ড, রাত ১টায় (২ ডিসেম্বর দিবাগত রাতে)

* ব্রাজিল VS ক্যামেরুন, রাত ১টায় (২ ডিসেম্বর দিবাগত রাত)


কাতার ফুটবল বিশ্বকাপ দ্বিতীয় রাউন্ড সময় সূচি

৩ ডিসেম্বর গ্রুপ A বনাম B 

৪ ডিসেম্বর গ্রুপ C বনাম D

৪ ডিসেম্বর গ্রুপ D বনাম C

৫ ডিসেম্বর গ্রুপ B বনাম A

৫ ডিসেম্বর গ্রুপ E বনাম F

৬ ডিসেম্বর গ্রুপ G বনাম H

৬ ডিসেম্বর গ্রুপ F বনাম E

৭ ডিসেম্বর গ্রুপ H বনাম G


কাতার ফুটবল বিশ্বকাপ কোয়াটার ফাইনাল সময় সূচি

৯ ডিসেম্বর, রাত ৯টায়

১০ ডিসেম্বর, রাত ১টায় (৯ ডিসেম্বর দিবাগত রাতে)

১০ ডিসেম্বর, রাত ৯টায়

১১ ডিসেম্বর, রাত ১টায় ( ১০ তারিখ দিবাগত রাতে)


কাতার বিশ্বকাপ ফুটবল সেমিফাইনাল সময় সূচি

১৪ ডিসেম্বর, রাত ১টায় (১৩ ডিসেম্বর দিবাগত রাতে)

১৫ ডিসেম্বর (১৪ ডিসেম্বর দিবাগত রাতে)


তৃতীয় স্থান

১৭ ডিসেম্বর, রাত ৯টায় (সেমিফাইনালের দুই পরাজিত দল)


কাতার ফুটবল বিশ্বকাপ ফাইনাল

১৮ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ৯টা (সেমিফাইনালে দুই বিজয়ী দল)

১৮ ডিসেম্বর দেখা যাবে শেষ হাসিটা কে হাসে।

আরও পড়ুন: পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান

আরও পড়ুন: ফুটবল বিশ্বকাপ কোন দেশ কতবার নিয়েছে এক নজরে দেখে নেয়া যাক

রেফারেন্স: She Daily Star

About the Author

আমাদের এই ওয়েব সাইটে জানা ও অজানা, ভ্রমণ, রেসিপি, পুষ্টি, স্বাস্থ্য পরামর্শ, বিভিন্ন প্রাকারের হিসাব নিকাশ ও আবেদন, ভূমি জরিপ এবং দৈনন্দিনের জন্য প্রয়োজনীয় অনেক তথ্য দিয়ে থাকি। এই সকল তথ্যগুলো নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে কালেক্ট করা হয়।
কুকি সম্মতি
এই ওয়েবসাইটটি আপনাকে একটি ভালো ব্রাউজিং অভিজ্ঞতা দিতে কুকিজ ব্যবহার করে। আমাদের ওয়েবসাইট ব্যবহার করে, আপনি কি কুকিজ ব্যবহারে সম্মত আছেন?
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.