![]() |
চার বছর বিরতির পর আবারও ফুটবল বিশ্বকাপ উপভোগ করবে গোটা বিশ্ব। পৃথিবীর সবচেয়ে বড় শো- ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে। পেট্রোডলারের এই দেশটি ২০১০ সালে একটি নিলামের মাধ্যমে ২০২২ বিশ্বকাপের আয়োজনের মর্যাদা অর্জন করেছিল। এই প্রথম মধ্যপ্রাচ্যের কোনো দেশে বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফুটবলের এই মহা আয়োজনের জন্য প্রস্তুত রয়েছে ৮টি স্টেডিয়াম। কাতারে ফিফা ফুটবল বিশ্বকাপ শুরু হবে ২১ নভেম্বর থেকে এবং ফাইনাল খেলা হবে ১৮ ডিসেম্বর। যাকে বলা হয় বিশ্বের সবচেয়ে বড় আয়োজন।
সবকিছু ঠিক থাকলে আগামী ২১ নভেম্বর ফুটবল মহাযজ্ঞের ২২তম আসরের পর্দা উঠবে। কাতারে বিশ্বকাপ হওয়ার কারণে জুন-জুলাই মাসের পরিবর্তে নভেম্বর-ডিসেম্বর মাসকে বেছে নেয়া হয়েছে। কাতারের আবহাওয়া ও তাপমাত্রার কথা বিবেচনা করে কম তাপমাত্রার মৌসুম অর্থাৎ নভেম্বর মাসকে বাছাই করা হয়েছে। এই প্রথম কোন বিশ্বকাপ শীতকালে আয়োজিত হতে যাচ্ছে।
শিরোপা নির্ধারণী ম্যাচ ফাইনাল হবে ১৮ ডিসেম্বর দোহার লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায়। চারটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে প্রতিদিন। উদ্বোধনী ম্যাচ শুরু হবে বিকাল ৪টায়। যেখানে স্বাগতিক কাতারের মুখোমুখি হবে ইকুয়েডর।
চারটি দল নিয়ে একটি গ্রুপ করা হয়েছে, মোট ৩২টি দল ৮টি গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতি গ্রুপ থেকে ২টি করে দল উত্তীর্ণ হবে নক-আউট পর্বে, যেখানে হারলেই বাদ পরতে হবে।
এক নজরে বিশ্বকাপের চূড়ান্ত আট গ্রুপ
A গ্রুপ: কাতার, ইকুয়েডর, সেনেগাল ও নেদারল্যান্ডস
B গ্রুপ: যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ওয়েলস ও ইরান
C গ্রুপ: আর্জেন্টিনা, সৌদি আরব, মেক্সিকো ও পোল্যান্ড
D গ্রুপ: ফ্রান্স, তিউনিসিয়া, অস্ট্রেলিয়া ও ডেনমার্ক
E গ্রুপ: জার্মানি, স্পেন, কোস্টারিকা ও জাপান
F গ্রুপ: ক্রোয়েশিয়া, বেলজিয়াম, কানাডা ও মরক্কো
G গ্রুপ: ব্রাজিল, ক্যামেরুন, সুইজারল্যান্ড ও সার্বিয়া
H গ্রুপ: উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া, পর্তুগাল ও ঘানা
এক নজরে কাতার বিশ্বকাপ ফুটবল সময় সূচি
প্রতিদিন ৮টি দল খেলবে
২১ নভেম্বর
* সেনেগাল VS নেদারল্যান্ড
* ইংল্যান্ড VS ইরান
* কাতার VS ইকুয়েডর
* যুক্তরাষ্ট্র VS ওয়েলস
২২ নভেম্বর
* আর্জেন্টিনা VS সৌদি আরব
* ডেনমার্ক VS তিউনেশিয়া
* পোল্যান্ড VS মেক্সিকো
* ফ্রান্স VS অস্ট্রেলিয়া
২৩ নভেম্বর
* ক্রোয়েশিয়া VS মরক্কো
* জার্মানি VS জাপান
* স্পেন VS কোস্টারিকা
* বেলজিয়াম VS কানাডা
২৪ নভেম্বর
* সুইজারল্যান্ড VS ক্যামেরুন
* উরুগুয়ে VS দক্ষিণ কোরিয়া
* পুর্তুগাল VS ঘানা
* ব্রাজিল VS সার্বিয়া
২৫ নভেম্বর
* ওয়েলস VS ইরান
* কাতার VS সেনেগাল
* নেদারল্যান্ড VS ইকুয়েডর
* ইংল্যান্ড VS যুক্তরাষ্ট্র
২৬ নভেম্বর
* তিউনেশিয়া VS অস্ট্রেলিয়া
* পোল্যান্ড VS সৌদি আরব
* ফ্রান্স VS ডেনমার্ক
* আর্জেন্টিনা VS মেক্সিকো
২৭ নভেম্বর
* জাপান VS কোষ্টারিকা
* বেলজিয়াম VS মরক্কো
* ক্রোয়েশিয়া VS কানাডা
* স্পেন VS জার্মানি
২৮ নভেম্বর
* ক্যামেরুন VS সার্বিয়া
* দক্ষিণ কোরিয়া VS ঘানা
* ব্রাজিল VS সুইজারল্যান্ড
* পুর্তুগাল VS উরুগুয়ে
২৯ নভেম্বর
* নেদারল্যান্ডস VS কাতার
* ইকুয়েডর VS সেনেগাল
* ইরান VS যুক্তরাষ্ট্র
* ওয়েলস VS ইংল্যান্ড
৩০ নভেম্বর
* তিউনেশিয়া VS ফ্রান্স
* অস্ট্রেলিয়া VS ডেনমার্ক
* সৌদি আরব VS মেক্সিকো
* পোল্যান্ড VS আর্জেন্টিনা
১ ডিসেম্বর
* জাপান VS স্পেন
* ক্রোয়েশিয়া VS বেলজিয়াম
* কোস্টারিকা VS জার্মানি
* কানাডা VS মরক্কো
২ ডিসেম্বর
* দক্ষিণ কোরিয়া VS পুর্তুগাল
* সার্বিয়া VS সুইজারল্যান্ড
* ব্রাজিল VS ক্যামেরুন
* ঘানা VS উরুগুয়ে
কাতার ফুটবল বিশ্বকাপ দ্বিতীয় রাউন্ড সময় সূচি
৩ ডিসেম্বর গ্রুপ A বনাম B
৩ ডিসেম্বর গ্রুপ C বনাম D
৪ ডিসেম্বর গ্রুপ D বনাম C
৪ ডিসেম্বর গ্রুপ B বনাম A
৫ ডিসেম্বর গ্রুপ E বনাম F
৫ ডিসেম্বর গ্রুপ G বনাম H
৬ ডিসেম্বর গ্রুপ F বনাম E
৬ ডিসেম্বর গ্রুপ H বনাম G
কাতার ফুটবল বিশ্বকাপ কোয়াটার ফাইনাল সময় সূচি
৯ ডিসেম্বর E১/F২ জয়ী vs G১/H২ জয়ী
৯ ডিসেম্বর A১/B২ জয়ী vs C১/D২ জয়ী
১০ ডিসেম্বর F১/E২ জয়ী vs H১/G২ জয়ী
১০ ডিসেম্বর B১/A২ জয়ী vs D১/C২ জয়ী
কাতার বিশ্বকাপ ফুটবল সেমিফাইনাল সময় সূচি
১৩ ডিসেম্বর (৯ ডিসেম্বর বিজয়ী দুই দল)
১৪ ডিসেম্বর (১০ ডিসেম্বরের বিজয়ী দুই দল)
তৃতীয় স্থান
১৭ ডিসেম্বর (সেমিফাইনালের দুই পরাজিত দল)
কাতার ফুটবল বিশ্বকাপ ফাইনাল
১৮ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ৯টা (সেমিফাইনালে দুই বিজয়ী দল)
১৮ ডিসেম্বর দেখা যাবে শেষ হাসিটা কে হাসে।
আরও পড়ুন: পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান
রেফারেন্স: She Daily Star