নতুন পোষ্টের বিজ্ঞপ্তি পেতে চাইলে সাবস্ক্রাইব করুন!

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান এবং এক নজরে পদ্মা সেতু

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান
পদ্মা সেতু

প্রকল্প নাম: পদ্মা বহুমুখী সেতু।

অবস্থান: পদ্মা সেতু (padma bridge) ঢাকা থেকে ৪০কি.মি দক্ষিণ-পশ্চিমে। মুন্সিগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুর জেলা জুড়ে অবস্থিত। পদ্মা সেতুর উত্তর প্রান্ত মুন্সীগঞ্জের মাওয়া এবং পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে শরীয়তপুরের জাজিরা অবস্থিত। 

পদ্মা সেতু

প্রাক-সম্ভাব্যতা ১৯৯৮ থেকে ২০০০ পর্যন্ত যাচাই শুরু হয়েছিল। তারপরে ২০০১ সালে পদ্মা সেতু জাপানিদের সহায়তায় একটি সম্ভাব্যতা সমীক্ষা করা হয়েছিল। জুলাই ২০০৪ সালে, সরকার জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর সুপারিশে মাওয়া ও জাজিরার মধ্যে পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত নেয়। ২০০৬ সালে তত্ত্বাবধায়ক সরকার একটি পরামর্শক প্রতিষ্ঠানকে পদ্মা সেতুর নকশা চূড়ান্ত করে এবং ৬.১৫ কিলোমিটার সেতুর চূড়ান্ত নকশা প্রস্তুত করা হয়।

২০০৭ সালে একনেক সভায় ১০ হাজার ১৬১ কোটি টাকা ব্যয়ে পদ্মা বহুমুখী সেতু প্রকল্প অনুমোদন করা হয়। পরে, নকশার পরিবর্তন এবং দৈর্ঘ্য বৃদ্ধির সাথে সাথে পদ্মা বহুমুখী সেতুর নির্মাণ ব্যয়ও বাড়ে। ২০১১ সালে, ২০ হাজার কোটি টাকার একটি সংশোধিত প্রকল্প অনুমোদন করে। ২০১৬ সালে আবার ব্যয় ৮ হাজার ২৮৬ কোটি টাকা বেড়ে যায়, তখন মোট ব্যয় বেড়ে ২৮ হাজার ৭৯৩ কোটি ৩৯ লক্ষ টাকা হয়। সর্বশেষ মোট ব্যয় দাঁড়ায় ৩০ হাজার ১৯৩ কোটি ৩৮লাখ ৭৬ হাজার টাকা। 

পদ্মা সেতুর প্রকল্প বাস্তবায়কারী ঠিকাদার

চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেডের আওতাধীন চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড। 

কাজ শুর: ২৬ নভেম্বর, ২০১৪।

অফিসিয়াল নাম: পদ্মা সেতু।

পদ্মা সেতুর ডিজাইনার

আমেরিকান মাল্টিন্যাশনাল ইঞ্জিনিয়ারিং ফার্ম এইসিওএমের (AECOM) নেতৃত্বে আন্তর্জাতিক ও জাতীয় পরামর্শকদের নিয়ে গঠিত একটি দল। 

উপকরণ: কংক্রিট ও স্টিল।

পদ্মা সেতুর দৈর্ঘ্য ও প্রস্থ

পদ্মা বহুমুখী সেতুর মোট দৈর্ঘ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার এবং প্রস্থ ৭২ ফুট।

পদ্মা সেতুর ভায়াডাক্ট

সেতুটির ভায়াডাক্ট ৩ দশমিক ১৮ কিলোমিটার । মূল সেতুতে যুক্ত হতে যে সংযোগ সেতু করা হয়েছে তাকে ভায়াডাক্ট বলে ।

ভায়াডাক্ট পিলার: ৮১টি।

পদ্মা সেতুর পাইলিং গভীরতা

পদ্মা বহুমুখী সেতুর পাইলিং গভীরতা ৩৮৩ ফুট যা ছিল বড় একটি চেলেঞ্জিং বিষয়।

পদ্মা সেতুর মোট পিলার সংখ্যা

পদ্মা সেতুর পিলার ৪২টি, প্রতিটিতে রয়েছে ৬টি পাইল এবং প্রতিটির ব্যাসার্ধ ৩ মিটার।

পদ্মা সেতুর মোট স্প্যানের সংখ্যা

মাওয়া প্রান্তে ৩৯টি (দৈর্ঘ্য ১ হাজার ৪৭৮  মিটার) এবং জাজিরা প্রান্তে ৪২টি (দৈর্ঘ্য ১ হাজার ৬৭০ মিটার)।

ভূমিকম্প সহনশীলতা: ৮ মাত্রার ভূমিকম্প সহনীয়।

সংযোগ সড়ক: ১৪ কিলোমিটার (জাজিরা ও মাওয়া প্রান্তে)

স্টিলের পরিমান: ৯২ হাজার মেট্রিক টন।

রিবার: ৫০ মিলি মিটারের বিশেষ রিবার ব্যবহার করা হয়েছে ১ হাজার ১৩০ মেট্রিক টন।

পদ্মা সেতু নির্মাণ করতে মোট লোকবল

এই সেতুটি নির্মাণ করতে ৪ হাজার মানুষের শ্রম দিতে হয়েছে।

পদ্মা সেতুর নদীশাসন

১৪ কিলোমিটার নদীশাসন করতে হবে পদ্মা সেতুটি টিকিয়ে রাখার জন্য।

ঠিকাদারের নাম

সিনোহাইড্রো করপোরেশন লিমিটেড চায়না।

পদ্মা সেতুর প্রথম স্প্যান বসানো

সেতুতে ৩০ সেপ্টেম্বর ২০১৭ইং তারিখ প্রথম স্প্যান বসানো হয় এবং শেষ স্প্যান বসানো হয় ১০ ডিসেম্বর ২০২০।

পদ্মা সেতু উদ্বোধন করা হয়

২৫ জুন ২০২২ইং তারিখ পদ্মা সেতুর উদ্বোধন করা হয়।

আরও পড়ুন: নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত এবং কিভাবে সৃষ্টি হলো এই জলপ্রপাত

About the Author

আমাদের এই ওয়েব সাইটে জানা ও অজানা, ভ্রমণ, রেসিপি, পুষ্টি, স্বাস্থ্য পরামর্শ, বিভিন্ন প্রাকারের হিসাব নিকাশ ও আবেদন, ভূমি জরিপ এবং দৈনন্দিনের জন্য প্রয়োজনীয় অনেক তথ্য দিয়ে থাকি। এই সকল তথ্যগুলো নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে কালেক্ট করা হয়।
কুকি সম্মতি
এই ওয়েবসাইটটি আপনাকে একটি ভালো ব্রাউজিং অভিজ্ঞতা দিতে কুকিজ ব্যবহার করে। আমাদের ওয়েবসাইট ব্যবহার করে, আপনি কি কুকিজ ব্যবহারে সম্মত আছেন?
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.