সরকার সকলের জন্য অনলাইন জন্ম নিবন্ধন বাধ্যতামূলক করেছেন। আগের এনালগ জন্ম নিবন্ধন এখন আর চলবে না। আপনার জন্ম নিবন্ধনটি অবশ্যই অনলাইন হতে হবে। যদি আপনার জন্ম নিবন্ধনটি অনলাইন করা না হয়ে থাকে তাহলে আপনার জন্ম নিবন্ধনটি অনলাইন করে নিন। কিভাবে জন্ম নিবন্ধন অনলাইন করতে হয়, জন্ম নিবন্ধন সংশোধন করতে হয় এই ব্যাপারে আমাদের ওয়েব সাইটে পোস্ট রয়েছে দেখে নিতে পারেন। আজকে আমরা আলোচনা করব কিভাবে জন্ম সনদ ডাউনলোড করবেন। চলুন কথা না বাড়িয়ে দেখে নেয়া যাক কিভাবে জন্ম সনদ অনলাইন থেকে ডাউনলোড করবেন।
জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড Click Here
উপরে দেয়া লিংকে যেয়ে তারপর Rirth Registration Number এই ঘরে আপনার ১৭ ডিজিটের নম্বরটি দিতে হবে এবং Date of Birth এই ঘরে আপনার জন্ম তারিখটি দিতে হবে। প্রথমে বছর-মাস-দিন (YYY-MM-DD) এভাবে ডে চিহ্ন দিয়ে দিয়ে বছর, মাস ও দিন লিখতে হবে। The answer is এই ঘরের উপরে দেয়া ক্যাপচার ফলাফলটি দিতে হবে। তারপর Search বাটনে ক্লিক করুন। সবকিছু ঠিক থাকলে অনলাইনে আপনার জন্ম নিবন্ধনটি দেখাবে। এবার কি বোর্ডের Ctrl+P চেপে নিবন্ধনটি প্রিন্ট করেনিন। বুঝতে কোন সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করুন।
আরও পড়ুন: নতুন জন্ম নিবন্ধন যেভাবে করবেন
আরও পড়ুন: জন্ম নিবন্ধন সংশোধন