রড |
রডের গায়ে লেখা দেখে বুঝা যায় এই রডের কতটুকু ক্যাপাসিটি রয়েছে। এই রডে ওয়েল্ডিং করা যাবে, নাকি যাবে না? এই রডটি কতটুকু লোড বহন করতে পারবে? রডটি কত গ্রেডের? এই সবকিছু রডের গায়ে লেখা থাকে। কিন্তু না জানার কারনে আমরা এসব লেখার মানে বুঝতে পারি না। আজকে আমরা জানব রডের গায়ের লেখা দেখে কিভাবে বুঝব রডটি কত গ্রেডের এবং কতটুকু লোড বহন করতে পারবে।
রডের গায়ের লেখা দেখে বুঝার উপায়
রডের গায়ে 500 W লেখা থাকে, 500 মানে হলো 500 MPa [MPa=Mega Pascal] এবং W মানে Weldable অর্থাৎ এই রড ওয়েল্ডিং করা যাবে।
1 MPa = 145 PSI [PSI = Per pound Square Inch]
500 MPa = 500 × 145 psi = 72,500 psi = 72.5 ksi বা 72.5 গ্রেড।
সুতরাং 500w বা 72.5 গ্রেড এর অর্থ হচ্ছে এই রড 72.5 ksi বা প্রতি বর্গ ইঞ্চি যে 72,500 পাউন্ড পর্যন্ত লোড বহন করতে পারবে।
400 MPa = 400 × 145 psi = 58,000 psi = 58 ksi বা 58 গ্রেড
এবং 400w বা 58 গ্রেড এর অর্থ হচ্ছে এই রড 58 ksi বা প্রতি বর্গ ইঞ্চি যে 58,000 পাউন্ড পর্যন্ত লোড বহন করতে পারবে।
এখানে, ksi= kip per square inch
1 kip= 1000 pound.
আরও পড়ুন: পিস গণনা করে রডের ওজন বের করার নিয়ম