একাদশ শ্রেণিতে ভর্তি
একাদশ শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীদের প্রথম পর্যায়ে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য ধাপগুলি সম্পন্ন করতে হবে এবং শিক্ষার্থীকে যোগ্যতার শর্তে দশটি প্রতিষ্ঠান পছন্দ দিতে পারবেন। বাংলাদেশ শিক্ষা বোর্ড কর্তৃক যাচাই-বাছাইয়ের পর শিক্ষার্থীর জন্য প্রযোজ্য কলেজ/মাদরাসা নির্বাচন করে সেখানে শিক্ষার্থী ভর্তি করা হবে। শিক্ষার্থীর কলেজ/মাদরাসা পছন্দ না হলে মাইগ্রেশনের সুযোগ থাকবে। পছন্দের কলেজ/মাদরাসাগুলো প্রথমে দিতে হবে। তারপর পর্যায়ক্রমে বাকি কলেজ/মাদরাসা গুলো এক এক করে সিলেক্ট করতে হবে। ১ম পর্যায়ে কোন প্রতিষ্ঠানে ভর্তি না হতে পারলে দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে পারবেন। টেলিটক সিম, বিকাশ এপস, নগদ এপস, রকেট এপস, উপায় এসপ, সোনালী ই-সেবার মাধ্যমে ভর্তি ফি পেমেন্ট করতে পারবেন।
ফি প্রদান পদ্ধতি
Ministry of Education ওয়েব সাইট
আরও পড়ুন: ডিগ্রি উপবৃত্তি | ফাজিল উপবৃত্তি আবেদন