রেলওয়েতে নতুন জনবল নিয়োগ

আবারও বাংলাদেশ রেলওয়েতে নতুন ৭৬২টি পদে লোক নিয়োগ দেয়া হচ্ছে। বাংলাদেশের যেকোন বৈধ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 

 বয়স সীমা:
১৮ থেকে ৩০ বছর। তবে ২৫ মার্চ, ২০২০ইং তারিখে যাদের বয়স ৩০ বছর হয়েছে, তারা আবেদনের যোগ্য মর্মে  বিবেচিত হবেন। 
 

শিক্ষাগহ যোগ্যতা: 

কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অন্যূন এইচ.এস.সি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সুঠাম দেহের অধিকারী হতে হবে।  
 

যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন: 

পাবনা ও লালমনিরহাট জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী এবং রেলওয়ে পোষ্য কোটায় সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। 

পদের নাম: খালাসী
পদ সংখ্যা: ৭৬২টি
আবেদন ফি: ৫০ টাকা এবং ভ্যাট ৬ টাকা, মোট: ৫৬ টাকা।
আবেদনের শেষ তারিখ: ২৮ ডিসেম্বর ২০২১ইং বিকাল ৫টা পর্যন্ত।
আবেদন লিংক: বাংলাদেশ রেলওয়ে 
 
বি:দ্র:online আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বর অথবা vas.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে। মেইলের Subject এ Organization Name: BR. Post Name xxxxx, Applicant’s User ID, Contact Nunber অবশ্যই উল্লেখ করতে হবে।