বাংলায় তথ্য ভাণ্ডার

তথ্য সংগ্রহে আমরা সর্বদা তৎপর

এমপিও দেখার নিয়ম মাদ্রাসার এমপিও দেখার নিয়ম

এমপিও দেখার নিয়ম

এমপিও দেখার নিয়ম, মাদ্রাসার এমপিও দেখার নিয়ম ও স্কুল এমপিও কিভাবে দেখতে হয় এবং নতুন এমপিও দেখার নিয়ম সম্পর্কে আজকের এই আর্টিকেলে আলোচনা করা হয়েছে। এখান থেকে আপনি mpo sheet ডাউনলোড করতে পারবেন এবং mpo salary sheet সংরক্ষণ করতে পারবেন। মাদ্রাসার mpo sheet এবং নোটিশ প্রকাশ করে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং স্কুল- কলেজের এমপিও শীট প্রকাশ করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। বেসরকারি মাদ্রাসার mpo প্রকাশ করা হয় মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এবং স্কুল-কলেজের mpo প্রকাশ করা হয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এক সময় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অন্তর্ভুক্ত ছিলো। কিন্তু বর্তমানে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর দুটি আলাদা প্রতিষ্ঠান, ফলে এমপিও শীটও আলাদা ওয়েবসাইটে প্রকাশ করে থাকে এবং এমপিও শীট দেখা এবং ডাউনলোডের আলাদা নিয়ম রয়েছে। আজকে উক্ত দুই প্রতিষ্ঠানের এমপিও দেখার নিয়ম দেখানো হয়েছে।

মাদ্রাসার এমপিও এর আবেদন করা হয় http://www.memis.gov.bd/home এই ওয়েব সাইটে এবং স্কুল কলেজের এমপিও এর আবেদন করা হয় https://www.emis.gov.bd/emis ওয়েবসাইটে। উক্ত দুই ওয়েবসাইট থেকে দুইভাবে এমপিও প্রকাশ করে থাকে এবং এমপিও দেখার নিয়মও ভিন্ন। memis এমপিও এর শীট মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করে এবং emis এমপিও শীট মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করে। যেকোন ব্রাউজার ব্যবহার করে আপনি এমপিও এর শীট ডাউনলোড করতে পারবেন।

MPO এর পূর্ণরূপ কী?

এমপিও এর পূর্ণরূপ হলো Monthly Pay Order যাকে সংক্ষেপে বলে MPO। স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে যেসকল শিক্ষক-কর্মচারী চাকরি করে তাদের যে মাসিক পেমেন্ট করা হয় এবং যে শীটে তাদের বেতন-ভাতার বিবরণ উল্লেখ থাকে তাকে MPO Sheet বলে। এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বলে। বেসরকারি শিক্ষক-কর্মচারীদের প্রতিমাসের বেতন ভাতা সরকার কর্তৃক প্রদান করা হয় এবং প্রতিষ্ঠান কর্তৃক কিছু ভাতা প্রদান করা হয়।

এমপিও নোটিশ

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বেতন ভাতার আদেশের অফিসিয়াল বিজ্ঞপ্তিকে এমপিও নোটিশ বলে। এমপিও নোটিশটি নিজ নিজ অধিদপ্তরের ওয়েবসাইটে প্রতি মাসে প্রকাশ করে থাকে। এই নোটিশ প্রকাশের সাথে সাথে এমপিও শীটও অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করে থাকে। তারপর নিজ নিজ প্রতিষ্ঠান তাদের নতুন এমপিও শীট ডাউনলোড করে এবং বেতন বিল তৈরি করে ব্যাংকে দাখিল করতে হয়।

এমপিও নোটিশ যেভাবে দেখবেন

স্কুল-কলেজের নোটিশটি দেখার জন্য যেতে হবে মাধ্যমি ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের www.dshe.gov.bd উক্ত ওয়েবসাইটে এবং মাদ্রাসার নোটিশটি দেখার জন্য যেতে হবে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের https://dme.gov.bd উক্ত ওয়েবসাইটে। ওয়েবসাইটের নোটিশ বোর্ডে গেলে অনেক নোটিশ দেখতে পারবেন, ওখানে আপনি এমপিও এর নোটিশও দেখতে পারবেন। চলতি মাসের শেষ সপ্তাহে বা পরের মাসের প্রথম সপ্তাহে এমপিও এর নোটিশ ওয়েবসাইটে প্রকার করে থাকে।

এমপিও দেখার নিয়ম

স্কুল-কলেজের এমপিও দেখার জন্য যেতে হবে www.dshe.gov.bd উক্ত ওয়েবসাইটে এবং মাদ্রাসার এমপিও দেখার জন্য যেতে হবে https://dme.gov.bd উক্ত ওয়েবসাইটে। দুই ওয়েবসাইট থেকে এমপিও ডাউনলোড করার নিয়ম প্রায় একই রকম। দেখে নেয়া যাক কিভাবে স্কুল-কলেজ ও মাদ্রাসার এমপিও ডাউনলোড করবেন।

মাদ্রাসার এমপিও দেখার নিয়ম

প্রথমে আপনাকে যেকোন একটি ব্রাউজারে যেয়ে টাইপ করতে হবে “মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর” বা টাইপ করতে হবে https://dme.gov.bd লিখে। এবার আপনার সামনে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটি দেখাবে। উক্ত সাইটে প্রবেশ করে কিছুটা স্ক্রল করে নিচে যেতে হবে। সেখানে অনেকগুলো মেনু থাকবে, উক্ত মেনুগুলোর মধ্যে “এমপিও সীট ডাউনলোড” নামের একটি মেনু দেখতে পাবেন। সেখানে সর্বশেষ এমপিও এর মাসটি উল্লেখ থাকবে, যেমন ‘এমপিও অক্টোবর /২৪’। এবার উক্ত মাসটিতে ক্লিক করুন। এখানে অনেকগুলি অপশন দেয়া থাকবে, সেখানথেকে আপনার প্রয়োজনীয় অপশনটি বেছে নিতে হবে, আপনি কোনটি দেখতে চাচ্ছেন। প্রথমে চারটি ব্যাংকের নাম লেখা থাকবে, যেমন অগ্রনী ব্যাংক, জনতা ব্যাংক, রুপলী ব্যাংক ও সোনালী ব্যাংক ইত্যাদি। যদি আপনি আপনার মাদ্রাসার মাসিক এমপিও শীটটি দেখতে চান তাহলে যে ব্যাংকে আপনার মাদ্রাসার টাকা আসে সেই ব্যাংকের নামের উপর ক্লিক করুন। এবার আপনার সামনে চারটি জোন দেখাবে, সেখান থেকে বাছাই করতে হবে কোন জোনে আপনার প্রতিষ্ঠানটি রয়েছে, অর্থাৎ সে এলাকার অধিনে আপনার প্রতিষ্ঠানটি রয়েছে সেটি বাছাই করতে হবে। আর যদি আপনার জানা না থাকে আপনার প্রতিষ্ঠানটি কোন জোনের অধিন রয়েছে তাহলে একটি একটি করে দেখে নিতে হবে কোন জোনের আওতায় আপনার প্রতিষ্ঠানটি রয়েছে।

মাদ্রাসার এমপিও শীট ডাউনলোড করা

জোনে ক্লিক করার পরে আপনার সামনে উক্ত জোনের আওতাভুক্ত সকল প্রতিষ্ঠানের এমপিও শীট দেখাবে। এবার উপরের ডান পাশে একটি ডাউনলোড বাটন দেখতে পাবেন, ওখানে ক্লিক করে সম্পূর্ণ এমপিও শীটটি ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড হয়েগেলে ব্রাউজারের ডাউনলোড অপশন থেকে এমপিও শীটটি ওপেন করতে পারবেন বা কম্পিউটারের ডাউনলোড অপশনে গেলে উক্ত ডাউনলোড ফাইলটি দেখতে পাবেন, সেখানে যেয়ে ফাইলটি ওপেন করুন। ওপেন হয়েগেলে Ctrl + F বাটনে ক্লিক করলে একটি Find in page নামের একটি সার্চ অপশন দেখাবে, উক্ত স্থানে আপনার মাদ্রাসার নামটি লিখে Enter বাটনে ক্লিক করুন, যতক্ষণ আপনার প্রতিষ্ঠানটির নাম না আসতেছে ততক্ষণ Enter দিতে থাকুন। যদি নাম দিয়ে খুজে না পাওয়া যায়, তাহলে আপনার মাদ্রাসার Institution Number বা এমপিও নাম্বার দিয়ে সার্চ করুন, তাহলে সহজেই উপনার প্রতিষ্ঠানটির এমপিও শীট পেয়ে যাবেন। এবার আপনার এমপিও শীটটি প্রিন্ট করেনিন।

স্কুল এমপিও

স্কুলের এমপিও শীট ডাউনলোড করা মাদ্রাসা এমপিও শীট ডাউনলোড করার মত একই নিয়ম। প্রথমে একটি ব্রাউজারে গিলে লিখতে হবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বা টাইপ করতে হবে https://dshe.gov.bd লিখে। এবার আপনার সামনে “মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর” এর ওয়েবসাইটি দেখাবে। উক্ত সাইটে প্রবেশ করে কিছুটা স্ক্রল করে নিচে যেতে হবে। সেখানে অনেকগুলো মেনু থাকবে, উক্ত মেনুগুলোর মধ্যে “এমপিও শীট / ভাউচার” নামের একটি মেনু দেখতে পাবেন, উক্ত বাটনে ক্লিক করুন। এবার আপনার সামনে “এমপিও সিট/ টপ সিট/ পেমেন্ট ভাউচার রিপোর্ট” নামের একটি চার্ট দেখাবে। সেখান থেকে আপনার এমপিও সেলারি মাসটি বেছে নিন। এবার চারটি ব্যাংকের নাম দেখাবে, যে ব্যাংকে আপনার প্রতিষ্ঠানের বেতন আসে সেই ব্যাংকটির উপর ডাবল ক্লিক করুন। এবার MPO Sheet উক্ত অপশনে ডাবল ক্লিক করুন এবং আপনার প্রতিষ্ঠানটি যে জোনের আওতাভুক্ত রয়েছে সেটিতে ডাবল ক্লিক করুন। এবার আপনার জেলা সিলেক্ট করুন।

স্কুলের এমপিও শীট ডাউনলোড করা

জেলাতে ক্লিক করার পরে আপনার সামনে উক্ত জেলার আওতাভুক্ত সকল প্রতিষ্ঠানের এমপিও শীট দেখাবে। এবার উপরের ডান পাশে একটি ডাউনলোড বাটন দেখতে পাবেন, ওখানে ক্লিক করে সম্পূর্ণ এমপিও শীটটি ডাউনলোড করে নিতে হবে। ডাউনলো না করে যদি আপনি স্ক্রল করে করে আপনার প্রতিষ্ঠানের এমপিও শীট খোজতে যান তাহলে অনেক সময় লাগবে, তাই ডাউনলোড করে নেয়াই বেটার অপশন। ডাউনলোড হয়েগেলে ব্রাউজারের ডাউনলোড অপশন থেকে এমপিও শীটটি ওপেন করতে পারবেন বা কম্পিউটারের ডাউনলোড অপশনে গেলে উক্ত ডাউনলোডকৃত ফাইলটি দেখতে পাবেন, সেখানে যেয়ে ফাইলটিতে ডাবল ক্লিক করে ওপেন করুন। ওপেন হয়েগেলে Ctrl + F বাটনে ক্লিক করলে একটি Find in page নামের একটি সার্চ অপশন দেখাবে, উক্ত সার্চবারে আপনার মাদ্রাসার নামটি লিখে Enter বাটনে ক্লিক করুন, যতক্ষণ আপনার প্রতিষ্ঠানটির নাম না আসতেছে ততক্ষণ Enter দিতে থাকুন। যদি নাম দিয়ে খুজে না পাওয়া যায়, তাহলে আপনার স্কুলের MPO Code অর্থাৎ MPO Number দিয়ে সার্চ করুন, তাহলে সহজেই উপনার প্রতিষ্ঠানটির এমপিও শীট পেয়ে যাবেন। এবার আপনার এমপিও শীটটি প্রিন্ট করেনিন।

আরও পড়ুন: নগদ একাউন্ট খোলার নিয়ম

এমপিও দেখার নিয়ম মাদ্রাসার এমপিও দেখার নিয়ম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to top